ত্রিশালে ব্রিজ ভেঙ্গে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহত

 

বেহাল সড়ক

ময়মনসিংহ ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন ত্রিশাল-ধুরধুরিয়াগামী সড়কের ব্রিজ ভেঙ্গে বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। দুর্ঘটনার পর শিক্ষার্থীদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়। বেশ কিছুদিন ধরেই বিশ্ববিদ্যালয় সংলগ্ন সড়কটিতে অচলাবস্থা বিরাজ করছে। ত্রিশাল বাজার গো-হাটা মোড় থেকে ধুরধুরিয়া পর্যন্ত পাঁচ কিলোমিটার রাস্তার সম্পূর্ণই এখন চলাচলের অনুপযোগী।

স্থানীয় এলাকাবাসী জানায়, দুই থেকে তিন বছর ধরে এই রাস্তায় কোনও সংস্কার না হওয়ায় স্থানে স্থানে তৈরি হয়েছে ছোট-বড় অসংখ্য খানাখন্দ। পাথর ও ইটের খোয়া বেরিয়ে যাওয়ায় এসব রাস্তা দিয়ে রিকশা, সিএনজিচালিত অটোরিকশা, ভ্যানসহ নানা ধরনের যান ঝুঁকি নিয়ে চলাচল করছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা ট্রিবিউনকে জানায়, ত্রিশাল পৌর সদর থেকে ধুরধুরিয়া পর্যন্ত ৫ কিলোমিটার রাস্তা। এই রাস্তাটি ত্রিশাল বাজার হয়ে ময়মনসিংহ শহরে চলাচলের প্রায় অনুপযোগী হওয়ায় ১ কিলোমিটারের রাস্তা ৩ কি.মি ঘুরে বিশ্ববিদ্যালয়ে আসতে শিক্ষক-শিক্ষার্থীদের তিনগুণ ভাড়া গুনতে হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী মানিক দাস বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে রাস্তার এই অবস্থা দেখে আসছি। আর শুনে আসছি খুব শিগগিরই রাস্তার কাজ শুরু হবে। কিন্তু এই বলে চার বছর পার হয়েছে। এখনও দেখা মেলেনি রাস্তার কোনও সংস্কার কাজের।

/এফএএন/