স্টেট ইউনিভার্সিটিতে ফ্রিল্যান্সিং বিষয়ক সেমিনার

স্টেট বিশ্ববিদ্যালয় সেমিনার

 

বেসরকারি বিশ্ববিদ্যালয় স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি)-তে ফ্রিল্যান্সিংয়ের উপর সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

কলাবাগানের বিজয় ক্যাম্পাসে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়টির ক্যারিয়ার সার্ভিস অফিস কর্তৃক আয়োজিত ‘বিল্ডিং ডিজিটাল ক্যারিয়ার থ্রো ফ্রিল্যান্সিং’ শীর্ষক সেমিনারটি সেমিনারটি অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডেনমার্ক ভিত্তিক তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান কোডার্স ট্রাস্টের কান্ট্রি ডিরেক্টর আবুল গনি ওসমানী।

তিনি উপস্থিত শিক্ষার্থীদের ফ্রিল্যান্সিংয়ের উপর ধারণা দেন। তিনি বলেন- ডেনমার্ক, ভারত, ভুটানসহ বিশ্বের বিভিন্ন দেশে এই প্রতিষ্ঠানটি কাজ করছে।’

সেমিনারের অন্য আলোচক হেড অব স্টুডেন্ট অপারেশন রিফাত এম হক বলেন, ফ্রিল্যান্সিংয়ের জন্য শুধু সিএসই বিষয়ে পড়াশোনা করতে হয় এটা ভুল ধারণা। এখন বিবিএ, জার্নালিজমসহ বিভিন্ন বিষয়ের শিক্ষার্থীরাও ফ্রিল্যান্সিং করছে।

সেমিনারে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার সার্ভিস অফিসের পরিচালক আশিক সারোয়ার। কোডার্স ট্রাস্টের ইন্টার্ন মেন্টর রাতুল রায়হান।

উল্লেখ্য, ২০১৫ সালে কোডার্সট্রাস্ট বাংলাদেশে যাত্রা শুরু করে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওয়েব ডিজাইন, ওয়েব ইউজার ইন্টারফেস, ইউজার এক্সপেরিয়েন্স, ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি।

/এফএএন/