সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে শাবি শিক্ষক সমিতির মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরসহ দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শিক্ষক সমিতি।

সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে শাবি শিক্ষক সমিতির মানববন্ধন

আজ ৮ নভেম্বর মঙ্গলবার দুপুর ১২টায় শাবিপ্রবির কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।



মানববন্ধন পরবর্তী সমাবেশে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক সৈয়দ সামসুল আলম বলেন,‘বাংলাদেশ স্বাধীন করতে যুদ্ধে কেবল কোন নির্দিষ্ট ধর্মের মানুষ অংশগ্রহণ করেননি। সকল ধর্মের মানুষের অংশগ্রহণেই এদেশ স্বাধীন হয়। এদেশে সকলে বসবাসের জন্য সমান অধিকার রাখে।’

প্রশাসনের ভেতরেই এমন অনেকে আছে যারা সাম্প্রদায়িক কর্মকান্ডে ইন্ধন যোগাচ্ছে বলে মন্তব্য করেন সামসুল আলম। সাম্প্রদায়িক হামলায় জড়িত সকলকে শাস্তির আওতায় নিয়ে আসার আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি অধ্যাপক ড. মোজাম্মেল হক,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আল আমিন রাব্বী,কোষাধ্যক্ষ ড. মুশতাক আহমেদ,ড. আনোয়ারুল ইসলাম,ড. আখতারুল ইসলাম,ড. আব্দুল গনি,ড. আব্দুল আওয়াল বিশ্বাস,ড. সালমা আক্তার,ড. মস্তাবুর রহমান,ড. শরদিন্দু ভট্টাচার্য,ড. পাবেল শাহরিয়ার ও পায়েল বড়য়াসহ আরও অনেকে।

/এনএ/