শেকৃবিতে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরসহ দেশের বিভিন্ন স্থানের মন্দিরে হামলা, প্রতিমা ভাংচুর ও ঘরবাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে মানববন্ধন করেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) সাধারণ শিক্ষার্থীবৃন্দ। আজ ১০ নভেম্বর দুপুর সাড়ে বারটার দিকে প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালিত হয়।

শেকৃবিতে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে মানববন্ধব

সারাদেশে চলমান সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীদের সাথে স্বতঃস্ফূর্তভাবে পদযাত্রায় অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের কর্মচারী, কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ। পদযাত্রাটি ক্যাম্পাস ঘুরে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।

প্রক্টর অধ্যাপক ড.মোঃ ফরহাদ হোসেন তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, বর্তমানে দেশের বিভিন্ন জায়গায় সনাতন ধর্মাবম্বীদের উপর যে হামলা করা হয়েছে তা খুবই নিন্দনীয় । আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি আরও বলেন, যারা এই কর্মকান্ডে জড়িত রয়েছে তাদেরকে দ্রুত বিচারের  আওতায় এনে উপযুক্ত শাস্তি প্রদান করতে হবে।  

এতে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ড. পরিমল কান্তি বিশ্বাস, অধ্যাপক ড. তুহিন শুভ্র রয়, অধ্যাপক ড. অলক কুমার পাল, সহকারী অধ্যাপক শিল্পী কুন্ডু, প্রভাষক  শিমুল চন্দ্র সরকার, প্রভাষক  তনুশ্রী মণ্ডল, সহকারী অধ্যাপক রেজুয়ানা কবির রাশা ও সহকারী অধ্যাপক রিপন কুমার মন্ডল প্রমুখ। আরও উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ দাস ও ছাত্রলীগের  অন্যান্য নেতাকর্মী।

/এনএ/