নোবিপ্রবিতে প্রতি আসনে লড়বে ৫৩ ভর্তিচ্ছু

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় মোট ৮শ ৬০টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৪৫ হাজার ৬৪৫টি। এবারে চারটি ইউনিটের অধীনে ১৭টি বিভাগে সর্বমোট ৮শ ৬০ জন (কোটা সহ) শিক্ষার্থী ভর্তি করা হবে। ফলে এবার আসনপ্রতি ভর্তি পরীক্ষায় ৫৩ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিশ্ববিদ্যালয় জনসংযোগ অফিস থেকে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এবার এ ইউনিটে ২শ ৯০টি আসনের জন্য ২০ হাজার ২৩২ জন, বি ইউনিটে ৩০০ টি আসনের জন্য ১৬ হাজার ৪২২ জন, সি ইউনিটে ১২০ টি আসনের জন্য ৩ হাজার ৮৪১ জন, ডি ইউনিটে ১৪০ টি আসনের জন্য ৫ হাজার ১৫০ জন শিক্ষার্থী ভর্তির আবেদন করেছেন।

এ ও বি ইউনিটের ভর্তি পরীক্ষা আগামীকাল ১১ নভেম্বর এবং সি ও ডি ইউনিটের পরীক্ষা ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটwww.nstu.edu.bd থেকে জানা যাবে।

/এনএ/