বিইউপি কালচারাল ফেস্টে প্রথম জাহাঙ্গীরনগর, দ্বিতীয় বুয়েট

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) আন্তঃবিশ্ববিদ্যালয় কালচারাল ফেস্ট ২০১৬-এ প্রথম স্থান অর্জন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ১১ই নভেম্বর ফেস্টটির প্রতিযোগিতামূলক অংশে নাচ, গান ও নাটক পরিবেশন করে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিচারক ছিলেন অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবু, নৃত্যশিল্পী শামীম আরা নিপা, অভিনেতা আরমান পারভেজ মুরাদ ও কণ্ঠশিল্পী পিন্টু ঘোষ।

বিইউপি কালচারাল ফেস্টে প্রথম জাহাঙ্গীরনগর, দ্বিতীয় বুয়েট

১২ নভেম্বর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোঃ সালাহউদ্দিন মিয়াজি। বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত শিক্ষার্থীদের পরিবেশন করা নাচ, গান ও নাটকের ভিত্তিতে বিজয়ীদের নির্বাচন করা হয়। অনুষ্ঠানে বিজয়ীরা প্রধান অতিথির কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন। পুরস্কার বিতরণীর পর অনুষ্ঠানে গান পরিবেশন করে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ডদল চিরকুট ও নেমেসিস।

/এনএ/