ইউল্যাবে চালু হলো নতুন বিষয়

ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) চালু করেছে স্নাতকের নতুন বিষয়। স্কুল অব সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এর অধীনে  ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিষয়টি আনুষ্ঠানিকভাবে চালু হয় সম্প্রতি। সম্প্রতি চার বছর মেয়াদি বিএসসি ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই)  বিভাগটি খোলার অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এরই ভিত্তিতে নতুন এ বিভাগের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনএনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব রবিউল আলম ও মাইক্রোসফট বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিস সোনিয়া কবির।  

ইউল্যাবে চালু হলো নতুন বিষয় 

এ বিভাগের প্রধান হিসাবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক এস এম মাহবুবুর রহমান ও ডিন হিসেবে রয়েছেন ইউল্যাবের উপ-উপাচার্য অধ্যাপক এইচ এম জহিরুল হক।

অধ্যাপক এস এম মাহবুবুর রহমান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ও এমএসসি করেছেন। কানাডার কনকর্ডিয়া ইউনিভার্সিটি থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিংএ পিএইচডি ডিগ্রী সম্পন্ন করেছেন। তিনি ছিলেন কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ে ইসিই বিভাগের এনএসইআরসি পোস্ট ডক্টোরাল ফেলো। সম্প্রতি সার্কিট সিস্টেম এবং সিগন্যাল প্রসেসিং নামে একটি জার্নালে তার প্রকাশিত একটি পেপার প্রকাশিত হয়েছে যা ২০১৫ সালের সিডনি আর. পার্কার শ্রেষ্ঠ পেপার এ্যাওয়ার্ড হিসেবে স্থান লাভ করে নিয়েছে।

ইউল্যাবের সকল শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থী এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ইইই বিভাগের উদ্বোধনী ভিডিও দেখানো হয় ও  প্রথম ব্যাচের ইইই শিক্ষার্থীদের মধ্যে স্মার্ট ট্যাব বিতরণ করা হয়। ইউল্যাবের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ইমরান রহমানের ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান।

 

/এনএ/