শিক্ষক হত্যার বিচারের দাবিতে বাকৃবি ছাত্রফ্রন্টের মানববন্ধন

ময়মনসিংহের ফুলবাড়ীয়া ডিগ্রি কলেজ সরকারিকরণের দাবিতে চলমান আন্দোলনে পুলিশি হামলায় নিহত শিক্ষক হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। আজ ২৯ নভেম্বর বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের  মুক্ত মঞ্চের সামনে ফুলবাড়ীয়া ডিগ্রি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ হত্যার বিচারের দাবিতে এ মানববন্ধন করা হয়।

শিক্ষক হত্যার বিচারের দাবিতে বাকৃবি ছাত্রফ্রন্টের মানববন্ধন

মানববন্ধনে ছাত্রফ্রন্টের ভারপ্রাপ্ত সভাপতি জুনায়েদ হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গৌতম করের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক কাজী শেখ ফরিদ, আনন্দমোহন কলেজ ছাত্রফ্রন্ট শাখার সহ-সভাপতি আরিফুল হাসান, ছাত্রফ্রন্টের দপ্তর সম্পাদক মাগফুরা জেরিন। এছাড়াও বিশ্ব সাহিত্য কেন্দ্র, চারণ সাংস্কৃতিক কেন্দ্র ও ছাত্রফ্রন্টের কর্মীরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা হত্যাকান্ডে জড়িদের বিচার ও ওই কলেজটি সরকারিকরণের দাবি জানান।

/এনএ/