পবিপ্রবিতে বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধান

পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয়ে এক্সপ্রেস ফিডার লাইন চালু হয়েছে, ফলে বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধান হলো। ২৮ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তার কার্যালয় থেকে এ তথ্য পাওয়া যায়। বিশ্ববিদ্যালয়ের  ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামসুদ্দীনের দীর্ঘ দুই বছরের ঐকান্তিক প্রচেষ্টা, অক্লান্ত পরিশ্রম ও তত্ত্বাবধান এবং সরকারের সার্বিক সহযোগীতায় পবিপ্রবি'র দীর্ঘদিনের বিদ্যুৎ সমস্যা স্থায়ীভাবে নিরসন হল।

বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের অনেক দিনের দাবি ছিল নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ প্রাপ্তি। এক্সপ্রেস ফিডার লাইন চালু হওয়ায় শিক্ষার্থীরা ভাইস চ্যান্সেলর মহোদয়কে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক মো রায়হান আহমেদ রিমন বলেন,  ‘লোডশেডিংয়ের জন্য সাধারণ শিক্ষার্থীদের স্বাভাবিক পড়াশোনার ব্যাঘাত ঘটায় আমরা ভিসি স্যারকে এই বিষয়ে অনুরোধ জানিয়েছিলাম। উনার ঐকান্তিক প্রচেষ্টা ও বাংলাদেশ সরকারের সহযোগিতায় আজ এই সমস্যার স্থায়ী সমাধান হলো।’

ভাইস চ্যান্সেলর কার্যালয়ের সহকারী রেজিস্ট্রার ও বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র মো নাঈম কাওছার বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা আনন্দে উদ্বেলিত হয়ে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামসুদ্দীন স্যার ও সংশ্লিষ্ট সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

উল্লেখ্য পটুয়াখালী জেলার বিদ্যুৎ উপকেন্দ্র (পটুয়াখালী সদর-চৌরাস্তা-বদরপুর) থেকে ৮.৫ কি.মি. বিদ্যুৎ লাইন নির্মাণ করতে বাংলাদেশ সরকারের প্রায় ১ কোটি ৩৪ লাখ টাকা ব্যয় হয়েছে।

/এনএ/