উপাচার্যের আশ্বাসে চবি কর্মকর্তাদের কর্মবিরতি সাময়িক স্থগিত

উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী হামলাকারীদের শাস্তির আশ্বাস দেওয়ায় কর্মবিরতি কর্মসূচি স্থগিত করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তরা। এর আগে, কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অফিসে তালা ও এক কর্মকর্তাকে হামলার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ে অফিসার্স সমিতি অনির্দিষ্টকালের কর্মবিরতি কর্মসূচির ডাক দেন।

আজ ৬ ডিসেম্বর মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হামলাকারীদের বিচারের আওতায় আনা হবে এ আশ্বাস দিলে বৃহস্পতিবার পর্যন্ত কর্মবিরতি স্থগিত করার ঘোষণা দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় অফিসার্স সমিতির সভাপতি এ কে এম মাহফুজুল হক খোকন বাংলাট্রিবিউনকে মুঠোফোনে বলেন,‘কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অফিসের ডেপুটি রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেনের ওপর হামলাকারীদের শাস্তির দাবিতে আমরা সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয়ের কাছে আবেদন করি। এ সময় উপাচার্য পাঁচ কর্মদিবসের মধ্যে দোষীদের চিহ্নিত করে শাস্তির আশ্বাস দিলে আগামী বৃহস্পতিবার পর্যন্ত কর্মবিরতি স্থগিত করা হয়।’ এ সময় তিনি আরও বলেন,উক্ত দিবসের মধ্যে দোষীদের শাস্তির আওতায় আনা না হলে রবিবার থেকে পুনরায় কর্মবিরতি কর্মসূচি পালন করা হবে।

উল্লেখ্য,গত সোমবার বেলা ১২টার দিকে কলা ও মানববিদ্যা অনুষদের ‘ব’ ইউনিটের ভর্তিতে কোটায় অনিয়ম হচ্ছে দাবি তুলে ডিন অফিস কক্ষে তালা ঝুলিয়ে দেয় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একাংশ। এ সময় তারা ডিন অফিসের ডেপুটি রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেনকেও মারধর করে। এর প্রতিবাদে চবি অফিসার্স সমিতি অনির্দিষ্টকালের জন্যে কর্মবিরতির ঘোষনা দেয়।

/এনএ/