শহীদ বুদ্ধিজীবী দিবসে সিকৃবিতে আলোক প্রজ্জ্বালন

আলোক প্রজ্জ্বালন

শ্রদ্ধায় ও ভালোবাসায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় পালন করেছে শহীদ বুদ্ধিজীবী দিবস। এ উপলক্ষে ১৪ তারিখ সন্ধ্যায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা প্রদর্শন করে আলোক প্রজ্জ্বালন করা হয় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারকে মোমবাতির মৃদু আলোয় উজ্জ্বল আলোকিত করা হয়। শহীদদের স্মরণে কথা বলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার, প্রক্টর প্রফেসর ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস।

শিক্ষকদের মধ্যে কথা বলেন রাহুল ভট্ট্যাচার্য্য, অজয় কুমার সাহা, দেবর্ষি ভট্টাচার্য্য অর্জুন এবং প্রগতিশীল ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ডাঃ শামীম মোল্লা ও সাধারণ সম্পাদক ডাঃ হৃত্বিক দেব অপু, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ এর সভাপতি কাজল ইসলাম ও সাধারণ সম্পাদক খালেদ রহমান রাব্বি।

আলোক প্রজ্জ্বালন কর্মসূচির সঞ্চালনায় ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের মূখ্য নির্দেশক শরীফুল ইসলাম সূর্য। শ্রদ্ধা প্রদর্শনের এ আয়োজনের সহযোগিতায় ছিল বাংলাদেশ ছাত্রলীগের সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখা।

/এফএএন/