গণ বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

গণ বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানবিজয় দিবস উপলক্ষে গণ বিশ্ববিদ্যালয়ে ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হয়ে গেল আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. দেলওয়ার হোসেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা ডা. নাজিম উদ্দিন আহমেদ, গণ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেন, স্বাস্থ্য ও চিকিৎসা বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. মো. আশরাফ-উল-করিম খান, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. এম নজরুল ইসলাম, ভৌত ও গাণিতিক বিজ্ঞান অনুষদের ডীন ড. হাসিন অনুপমা আজহারী, পরীক্ষা নিয়ন্ত্রক মীর মুর্ত্তজা আলী।
মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বক্তারা বলেন- সময় এসেছে মুক্তিযোদ্ধাদের তালিকা নয়, রাজাকারদের তালিকা তৈরি করার। কেননা রাজাকার বাদে ওই সময়কার সব বাঙালিই মুক্তিযোদ্ধা। প্রত্যেকেই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুদ্ধে অবদান রেখেছেন। আপামর জনগণের সর্বাত্মক চেষ্টার ফলে বাংলাদেশ স্বাধীন হয়েছে।
তারা আরও বলেন- বীরাঙ্গনারাও তাদের জায়গা থেকে যুদ্ধ করেছেন। তাদেরও মুক্তিযোদ্ধার খেতাব পাওয়া উচিৎ।
মুক্তিযুদ্ধ ও বর্তমান বাংলাদেশ নিয়ে নিজেদের প্রত্যাশার কথা বলেন গণ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সদস্য ও আইন বিভাগের এক ছাত্র। পরে বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের পরিচালক এনায়েত-এ-মওলা জিন্নার পরিচালনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভিন্ন বিভাগের শিক্ষার্থী এতে দেশাত্মবোধক গান, কবিতাপাঠ ও নাচ পরিবেশন করেন।

এসএএস