শেকৃবিতে জলজ জীব বৈচিত্র্য গবেষণাগার উদ্বোধন

জলজ জীব বৈচিত্র্য গবেষণাগার4

 

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) জলজ জীব বৈচিত্র্য গবেষণাগার উদ্বোধন করা হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান বিভাগে অত্যাধুনিক এ গবেষণাগারের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য ড. মো. সেকেন্দার আলী, কোষাধক্ষ্য ড. আনোয়ারুল হক বেগ, শেকৃবি রির্সাচ সিস্টেমের পরিচালক ড. নজরুল ইসলাম প্রমুখ।

উপাচার্য বলেন, এ গবেষণাগারে বিভিন্ন ধরনের জলজ জীব নিয়ে গবেষণা করা যাবে। স্নাতকোত্তর শ্রেণি উপযোগী গবেষণাগার সাজাতে উক্ত অনুষদের শিক্ষকদের প্রতি গুরুত্বারোপ করেন উপাচার্য। এছাড়াও তিনি বলেন এটি শেকেৃবিকে আরো একধাপ এগিয়ে নিয়ে যাবে।

/এফএএন/