রাবিতে চালু হচ্ছে শওকত ওসমান সাহিত্য পুরস্কার

রাজশাহী বিশ্ববিদ্যালয়

বাংলাদেশের প্রখ্যাত কথাশিল্পী শওকত ওসমানের জন্মের শতবর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে শওকত ওসমান সাহিত্য পুরস্কার চালু করতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা গবেষণা সংসদ। প্রতি এক বছর পর পর সামগ্রিক সাহিত্যকর্মের ওপর একজনকে এই পুরস্কার প্রদান করা হবে।

সম্প্রতি বাংলা বিভাগে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, গত সোমবার ২ জানুয়ারি শওকত ওসমানের জন্মদিনের শতবর্ষ পূরণ হয়েছে। এই মহান কথাশিল্পীর অনন্য অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বাংলা গবেষণা সংসদ তাঁর জন্মশতবর্ষ পালন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ উপলক্ষে মার্চের শেষ সপ্তাহে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শওকত ওসমান স্মারক বক্তৃতা আয়োজন করা হবে। এ বছর স্মারক বক্তা থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সৈয়দ আজিজুল হক।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গবেষণা সংসদের জুরি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী দেশের একজন বিখ্যাত সাহিত্যিককে শওকত ওসমান সাহিত্য পুরস্কার প্রদান করা হবে। এখন থেকে প্রতি এক বছর পর এই পুরস্কার দেওয়া হবে।

এসময় গবেষণা সংসদ সভাপতি অধ্যাপক খন্দকার ফরহাদ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক সফিকুন্নবী সামাদী, অধ্যাপক মিজানুর রহমান খান, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সুমাইয়া খানম, তানিয়া তহমিনা সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

/এফএএন/