পবিপ্রবিতে নতুন উপাচার্য ও উপ-উপাচার্য নিয়োগ

পবিপ্রবিতে নবনিযুক্ত উপাচার্য (বামে) ও উপ-উপাচার্যপটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) নতুন উপাচার্য ও উপ-উপাচার্য নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি ও চ্যান্সেলর অ্যাডভোকেট মো. আব্দুল হামিদ। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তার কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।
জনসংযোগ কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের কৃষিতত্ত্ব বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ও বঙ্গবন্ধু পরিষদের সভাপতি প্রফেসর ড. মো. হারুনর রশিদকে উপাচার্য এবং উদ্যানতত্ত্ব বিভাগের চেয়ারম্যান ও সাবেক প্রক্টর প্রফেসর মোহাম্মদ আলীকে উপ-উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।
নবনিযুক্ত উপাচার্য ও উপ-উপাচার্যকে পবিপ্রবি শিক্ষক সমিতি, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, বঙ্গবন্ধু পরিষদ, কর্মকর্তা-কর্মচারী সমিতি, পবিপ্রবি সাংবাদিক সমিতি, ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনসহ (ভিএসএ) বিশ্ববিদ্যালয়ে সক্রিয় সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলো শুভেচ্ছা জানিয়েছে।
গুরুত্বপূর্ণ এই দুইটি পদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকে নিয়োগ দেওয়ায় রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীরা।

 

/টিআর/