স্ট্যামফোর্ডের সাংবাদিকতা বিভাগে আর্ট অব প্রেজেন্টেশন কোর্স চালু

স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিশেষ আয়োজনে বক্তারাঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক এবং নিউজ টোয়েন্টি ফোরের হেড অব কারেন্ট অ্যাফেয়ার্স সামিয়া রহমান বলেছেন, “উপস্থাপনাকে জীবনের সব ক্ষেত্রেই কাজে লাগানো উচিৎ। আধুনিক সাংবাদিকতার কাঠামোতে একজন সাংবাদিককে সব বিষয়ে অভিজ্ঞ হতে হবে।”

স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অব জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজের আয়োজনে আর্ট অব প্রেজেন্টেশন কোর্সের উদ্বোধনে তিনি আজ এ কথা বলেন।

সামিট গ্রুপের পিআর ও মিডিয়া বিভাগের প্রধান এবং টিভি ব্যক্তিত্ব শামসুদ্দিন হায়দার ডালিম বলেন, জীবনের সব ক্ষেত্রে অল্প কথায় ভালো বোঝানোর চেষ্টা করতে হবে। সেমিনারে শুভেচ্ছা বক্তব্য রাখেন জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগ-এর প্রধান প্রফেসর কাজী আবদুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট মিসেস ফাতিনাজ ফিরোজ। সেমিনারে আরো উপস্থিত ছিলেন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম ফিরোজ আহমেদ এবং বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

/এফএএন/