এক শিক্ষার্থী বহিস্কার

দীর্ঘ আন্দোলনের পরে কুবিতে ক্লাস শুরু

কুমিল্লা-বিশ্ববিদ্যালয়

 

 

দীর্ঘদিনের আন্দোলন প্রত্যাহার করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা নেওয়া শুরু করেছেন শিক্ষকরা। পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী মঙ্গলবার থেকে ক্লাস শুরু করেন শিক্ষকরা। এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কয়েকজন সিন্ডিকেট সদস্যের সঙ্গে  আলোচনা শেষে রবিবার রাত ৮ টায় এ সিদ্ধান্ত নেন, আন্দোলনরত শিক্ষকরা।  শিক্ষক সমিতির সভাপতি ড. মো: আবু তাহের শিক্ষক আন্দোলন প্রত্যাহারের তথ্য নিশ্চিত করে বাংলা ট্রিবিউনকে।

ক্যাম্পাস সূত্র জানায়,  শিক্ষকের বাসায় হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মামলা, বিভাগীয় শিক্ষক লাঞ্চনার ঘটনায় বিভাগীয় প্রধান এম এম শরীফুল করিমকে তদন্ত চলাকালীন সময়ে ডিন ও বিভাগীয় প্রধানের পদ থেকে অব্যাহতি, তদন্ত কমিটিতে শিক্ষক সমিতির সভাপতিকে অন্তর্ভূক্তি, নবনিযুক্ত প্রক্টরকে অপসারণ, আইকিউএসি’র পরিচালককে অপসারণ বিচার, ছাত্রলীগের সংঘর্ষে নিহত খালেদ সাইফুল্লাহ’র বিষয় সিন্ডিকেটে উত্থাপনসহ শিক্ষক লাঞ্চনাকারী বায়েজিদ ইসলাম গল্পকে বহিষ্কারের দাবিতে গত ১৯ জানুয়ারি থেকে ক্লাস ও ২২ জানুয়ারি থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করে আসছিলো বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

শিক্ষকদের দাবির প্রেক্ষিতে কুবির ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের নবম ব্যাচের শিক্ষার্থী বায়েজিদ ইসলাম গল্পকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। শিক্ষক সমিতির দাবি এবং প্রক্টরিয়াল বডির প্রাথমিক তদন্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল ওই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শিক্ষক সমিতির সভাপতি ড. মো: আবু তাহের বলেন, ‘শিক্ষার্থীদের কথা চিন্তা করে আমরা আন্দোলন প্রত্যাহার করেছি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: আলী আশরাফ বলেন, ‘ শিক্ষক সমিতির কিছু দাবি মেনে নেওয়া হয়েছে, এর প্রেক্ষিতে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ আন্দোলন প্রত্যাহার করে আগামী মঙ্গলবার থেকে ক্লাস-পরীক্ষায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

/এফএএন/