ঢাবিতে প্রথম বর্ষের পরিচিত অনুষ্ঠিত

ঢাবি শিক্ষার্থী পরিচিতি আয়োজনঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদ এবং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের প্রথম বর্ষের স্নাতক সম্মান শ্রেণির শিক্ষার্থীতের পরিচিতি অনুষ্ঠিত। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

প্রধান অতিথির বক্তব্যে উপাচারর বলেন, শুধু মুখে মুখে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালে হবেনা। শুদ্ধভাবে বাংলা বলা ও লেখার মাধ্যমে তাদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে।

ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দফতরের পরিচালক অধ্যাপক মেহজাবিন হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো: ইমদাদুল হক এবং ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মো: হাসানুজ্জামান বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন। এসময় বিভাগীয় চেয়ারম্যান ও ছাত্র-উপদেষ্টাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালন করেন মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক ছন্দা কর্মকার।

উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, বাংলাদেশ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস এক ও অভিন্ন। বাংলা ভাষা ও স্বাধীনতার জন্য এই অনন্য বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী জীবন দিয়ে গেছেন, কিন্তু এর সুফল ভোগ করতে পারেননি। সুফল উপভোগ করছে পরবর্তী প্রজন্ম। তাই সর্বদা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে হবে। উপাচার্য পরিপূর্ণ মানুষ হিসাবে নিজেদের গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, পরস্পরের মধ্যে মানবিক যোগাযোগ বাড়াতে হবে। অপরের বিপদে ছুটে যেতে হবে। জীবনের সকল পর্যায়ে মানুষের আস্থা অর্জন করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কখনও কারো সঙ্গে বিশ্বাস ঘাতকতা করবে না বলে তিনি আশা প্রকাশ করেন। 

/এফএএন/