বসন্তের আগমনে মুখরিত জবির ক্যাম্পাস

জবির বসন্ত বরণবসন্ত যখন দুয়ারে, তখন 'করো না বিড়ম্বিত তারে'। রবি ঠাকুরের কথার ব্যতিক্রম ঘটেনি এবারও। শীতকে বিদায় দিয়ে বসন্ত যে বাংলার দুয়ারে এসেছে। তাই তো জগন্নাথ ক্যাম্পাসও মুখরিত হয়েছে বসন্তঋতুর কৃষ্ণচূড়ার সুবাসে।

বাংলা বিভাগ  আয়োজিত 'বসন্ত উৎসব ১৪২৩' এ উপস্থিত ছিল পুরো ক্যাম্পাস। ​জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.মিজানুর রহমান এ অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মিজানুর রহমান,বিশেষ অতিথি ছিলেন জবির ট্রেজারার অধ্যাপক সেলিম ভূইয়া। এছাড়া ও উপস্থিত ছিলেন বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আরজুমন্ড আরা বানু।

উৎসব মুখর দিনটিতে ছিল সংগীত, নৃত্য, নাট্য ইত্যাদি। এছাড়াও বাহাদুর শাহ পার্কেও বসন্ত উৎসবের আয়োজন করা হয়।

/এফএএন/