প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জাককানইবি’র ৫ শিক্ষার্থী

জাককানইবিবিশ্ববিদ্যালয় মুঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক প্রবর্তিত প্রধানমন্ত্রীর স্বর্ণপদক ২০১৩- ২০১৪ এর মনোনীত অ্যাওয়ার্ড তালিকায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ৫ কৃতি শিক্ষার্থী পাচ্ছে প্রধানন্ত্রী স্বর্ণপদক।

বিশ্ববিদ্যালয়ের অনুষদভিত্তিক অসাধারণ ফল ও প্রথম স্থান অর্জন করায় এ পদকে ভূষিত হচ্ছে  অর্থনীতি বিভাগের তৌহিদুল ইসলাম, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শামীম আহমেদ, হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ফাহমিদা হোসাইন, সঙ্গীত বিভাগের অরিন নাশিদ রিদি, সঙ্গীত বিভাগের বাবুল হোসাইন।

উচ্চশিক্ষায়  শিক্ষার্থীদের  মেধাবিকাশে  উৎসাহিত  করতেই  ২০০৬  সাল  থেকে প্রধানমন্ত্রীর এই স্বর্ণপদক  প্রবর্তন  করা  হয়।

ইউজিসি এর গবেষণা সহায়তা ও প্রকাশনা বিভাগ থেকে জানা যায়, পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক(সম্মান) ডিগ্রিতে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জনকারীদের মধ্য থেকে সর্বোচ্চ নম্বর পাওয়া শিক্ষার্থীদের  স্বর্ণপদকের জন্য মনোনীত করা হয়। তবে যোগ্যতাসম্পন্ন  প্রার্থী একাধিক হলে এইচএসসি এবং এসএসসির  ফলের ওপর ভিত্তি করে মনোনয়ন দেওয়া হয়।

/এফএএন/