ইউল্যাবে ‘সহস্রাব্দের বাংলা ভাষা ও সাহিত্য’ গ্রন্থের মোড়ক উন্মোচন

বইয়ের মোড়ক উন্মোচন আয়োজন...মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আটর্স বাংলাদেশ (ইউল্যাব) এ আলোচনা এবং  ‘সহস্রাব্দের বাংলা ভাষা ও সাহিত্য’ সংকলন গ্রন্থের মোড়ক উন্মোচনের আয়োজন করে। এই গ্রন্থটি সংকলন করেন ইউল্যাব এমিরেটাস অধ্যাপক রফিকুল ইসলাম ও ডঃ তপতী রানী সরকার।

ইউল্যাবে সংস্কৃতি সংসদের “আমার ভাইয়ের রক্তে রাঙানো” সঙ্গীত পরিবেশনের মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান শুরু হয়। এরপর অধ্যাপক রফিকুল ইসলাম অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন। তিনি ভাষা আন্দোলনে তার সরাসরি জড়িত থাকার অভিজ্ঞতা তুলে ধরেন। এছাড়া সেসময়ে নিজের তোলা কিছু দূর্লভ ছবি সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের(ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর আব্দুল মান্নান, তিনি ইউল্যাব আয়োজিত স্কুল-কলেজের ছাত্র ছাত্রীদের অংশগ্রহণে বাংলা বানান প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় বক্তব্য রাখেন ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজ এর ভাইস প্রেসিডেন্ট ডঃ কাজী আনিস আহমেদ। অনুষ্ঠানে কবিতা আবৃতি করেন ইউল্যাব এর ছাত্র, ইউল্যাব এর ফ্যাকাল্টি ও ইউল্যাব সংস্কৃতি সংসদ এর সদস্য। ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ইমরান রহমানের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

এর আগে সকালে ইউল্যাব গ্রন্থাগার আয়োজিত গ্রন্থ ও আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন করেন ইউল্যাব উপাচার্য প্রফেসর ইমরান রহমান। প্রদর্শনীর সব ছবিগুলোই ভাষা আন্দোলন নিয়ে এবং বেশির ভাগ ছবিই প্রফেসর রফিকুল ইসলাম এর তোলা। ওই সময়ে তিনি প্রত্যক্ষদর্শী হিসেবে তোলা ছবি গুলো সাক্ষ্য হিসেবে প্রদর্শন করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউল্যাবের উপ-উপাচার্য প্রফেসর জহিরুল হক,ট্রেজারার মিলন কুমার ভট্টাচার্য্য,রেজিস্টার প্রফেসর আখতার আহমেদ, বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তাবৃন্দ।

/এফএএন/