‘জঙ্গিরাষ্ট্রের স্বপ্নদ্রষ্টাদের স্বপ্ন অকালে ঝরে যাবে’

পুরস্কার বিতরনী অনুষ্ঠান‘যারা বাংলাদেশকে জঙ্গিরাষ্ট্র বানানোর স্বপ্ন দেখছে তাদের স্বপ্ন অকালে ঝরে যাবে৷ কোন কালেও আমাদের দেশ জঙ্গিরাষ্ট্র হবেনা৷’ রাজধানীর প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয় ইনডোর গেমস্ ক্লাব (পিএইউআইজিসি) এর উদ্যোগে ইনডোর গেমস্ প্রতিযোগীতা- ২০১৭ এর পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্র্রধান অতিথির বক্তৃতায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেণ শিকদার, এম.পি. এসব কথা বলেন৷ তিনি আরও বলেন, বাংলাদেশের মোট জনসংখার এক-তৃতীয়াংশই যুবক-যুবতী তাই প্রধানমন্ত্রী ঘোষিত ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে এবং ২০৪১ সালের মধ্যে উচ্চ আয়ের দেশে পরিণত করতে যুবাদের এগিয়ে আসতে হবে৷

তিনি সুস্থ দেহে সুস্থ মন সৃষ্টির জন্য ক্রীড়া চর্চার উপর গুরুত্বারোপ করেন৷ তিনি বলেন, বয়ঃসন্ধিকালে খেলাধুলা ছেলেমেয়েদের সঠিক পথে পরিচালনা করে৷ গুণগত ও মানসম্পন্ন শিক্ষাদান এবং শিক্ষার্থীদের খেলাধুলার পৃষ্ঠপোষকতা করায় তিনি প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ভূয়সী প্রশংসা করেন৷

পবিত্র কোরআন তেলাওয়াত, পবিত্র গীতা পাঠ ও সমবেতকণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার মাধ্যমে পুরস্কার বিতরনী অনুষ্ঠান শুরু হয়৷ পরে ভাষা শহীদদের স্মরণে এক মিনিট দাড়িয়ে নীরবতা পালন করা হয়৷

অনুষ্ঠানে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গিয়াস উদ্দিন আহমদ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন৷ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার জনাব এ. কে. এম. আশরাফুল হক এবং রেজিস্ট্রার জনাব আবুল কাশেম মোল্লা৷

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়টির অণুজীব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান তথা প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয় ইনডোর গেমস্ ক্লাব (পিএইউআইজিসি) এর আহ্বায়ক ড. শুভময় দত্ত এবং প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয় ইনডোর গেমস্ ক্লাব (পিএইউআইজিসি) এর সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়টির মানবিক বিভাগের বিভাগীয় প্রধান ড. নাসরীন আক্তার সহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷

পুরস্কার বিতরনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিনগণ, সকল বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষকমন্ডলী, কর্মকর্তা-কর্মচারী, ছাত্র-ছাত্রী এবং গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন৷

/এফএএন/