কুবিতে প্রযুক্তি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

17142369_1170498243076630_518575817_oকুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) 'পাইথন টু বিগ ডাটা' নামে দিনব্যাপী প্রযুক্তি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আইটি সোসাইটির উদ্যোগে কর্মশালাটি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪১১ নম্বর কক্ষে দুটি সেশনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রথম সেশনে ছিল 'ওপেনসোর্স ও লিন্যাক্স' এবং 'প্রোগামিং ও এ্যালগরিদম', দ্বিতীয় সেশনে 'আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স', 'বিগ ডাটা ও অ্যান্ড্রয়েড' এবং মোটিভেশন ও পাইথন প্রোগ্রামিং। কর্মশালায় প্রোগ্রামার লিন্যাক্স বাংলাদেশের সেচ্ছাসেবী শরিফ আহমেদ, কোডার্জওয়ার এর প্রযুক্তি সমন্বয়ক মাকসুদুর রহমান মতিন এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের অরিন্দম পাল শিক্ষার্থীদের হাতে কলমে বিষয়ভিত্তিক প্রশিক্ষণ দেন।

কর্মশালায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মো আব্দুল মালেক, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক মো. ইমরান হোসেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটির নয়ন বনিক, সৈয়দ মাখদুম উল্লাহ ও ফাহমিদ হাসান অনিক প্রমুখ  উপস্থিত ছিলেন।

/এমডিপি/