রাবিতে গণহত্যা দিবসে প্রদীপ প্রজ্জ্বালন

গণকবরে প্রদীপ প্রজ্বালনগণহত্যা দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রদীপ প্রজ্জ্বালন ও পুষ্পস্তবক অর্পণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় শহীদ মিনারে ও সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয় গণকবরে তারা এ কর্মসূচি পালন করে। এছাড়া গণকবর স্মৃতিস্তম্ভে ‘৭১-এর গণহত্যা সম্পর্কে একটি প্রামাণ্যচিত্রও প্রদর্শিত হয়।

এ সময় কোষাধ্যক্ষ অধ্যাপক সায়েন উদ্দিন আহমেদ ও রেজিস্ট্রার অধ্যাপক মুহাম্মদ এন্তাজুল হকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পর শহীদ মিনারে প্রদীপ প্রজ্জ্বালন করেছে কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট ও ঘাতক দালাল নির্মূল কমিটির নেতাকর্মীরা।

প্রসঙ্গত, আজ সকাল ৮টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুলে শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশে বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মান্নান ও শহীদ সুখরঞ্জন সমাদ্দারের ছেলে ডা. সলিল রঞ্জন সমাদ্দার মুক্তিযুদ্ধকালীন সময়ে তাদের অভিজ্ঞতা বর্ণনা করেন।

/এমডিপি/