স্বাধীনতা দিবসে স্টামফোর্ড সাহিত্য ফোরামের আলোচনা সভা

received_1137130206410197স্বাধীনতা দিবস উপলক্ষে স্টামফোর্ড সাহিত্য ফোরামের উদ্যোগে স্টামফোর্ড ইউনিভার্সিটির সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়ে গেল সাহিত্য প্রতিযোগিতা এবং আলোচনা সভা। সকাল ৯  টা থেকে শুরু হওয়া অনুষ্ঠানটি চলে বিকেল ৬ টা পর্যন্ত। দুই পর্বের অনুষ্ঠানের প্রথম অংশে ছিল প্রতিযোগিতামূলক। এবং শেষ অংশে ছিল আমন্ত্রিত অতিথিদের আলোচনা ও পুরস্কার বিতরণী।

অনুষ্ঠানে সাহিত্যের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় অতিথিরা বর্তমান সমাজ ব্যবস্থায় সাহিত্যের প্রতি গুরুত্বারোপ করে বলেন,  তরুণ সমাজকে বিপথগামীতা থেকে রক্ষা করতে সাহিত্যের কোন বিকল্প নেই।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার মোঃ আব্দুল মতিন বলেন, “সাহিত্য মানুষের মনকে জাগ্রত করে সুন্দর ভাবে বাচতে শিখায় তাই আমাদের উচিত সাহিত্যকে আকড়ে ধরে জীবন কে পরিচালিত করা।” বিশেষ অতিথির বক্তব্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর আহমেদ রেজা সাহিত্যকে অমৃতের রস আখ্যা দিয়ে বলেন, কেউ যদি একবার এই অমৃতের সাধ নিতে পারে তবে তার জীবনে আর কিছু চাওয়ার থাকে না।” তিনি ভবিষ্যতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চিরকুট এবং স্টামফোর্ড ইউনিভার্সিটি সাহিত্য ফোরামের একসাথে কাজ করার আহ্ববান ব্যক্ত করেন।

বিদায়ী বক্তব্যে সাহিত্য ফোরামের কনভেইনার মোকাররম হোসাইন চৌধুরী বলেন, সাহিত্যকে জীবনের দর্পণ করে এবং সাহিত্যের প্রতি ভালবাসা নিয়ে সাহিত্য ফোরাম এগিয়ে যেতে চায় অনেক দূর।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, এসসিএসেফ এর চিফ কো-অর্ডিনেটর ড. ফারহানাজ ফিরোজ, আবৃত্তিকার ও স্টামফোর্ড বিস্ববিদ্যালয়ের শিক্ষক ভাস্বর বন্দোপাধ্যায়, কবি শাকিরা পারভীন সুমা, সাহিত্য ফোরামের স্টুডেন্ট কো-অর্ডিনেটর অমিক শিকদারসহ আরও অনেকে।

কবিতা আবৃত্তি বিভাগে প্রথম হয়েছেন মৌমিতা পারভিন, দ্বিতীয় তৃনা সাহা এবং তৃতীয় তাবাসসুম বিন্তে ওবায়েদ। স্ব-রচিত কবিতায় প্রথম সাজ্জাদ হোসাইন, দিতীয় সৈকত, তৃতীয় ইমরান আকন্দ। এবং স্ব-রচিত ছোট গল্পে প্রথম হয়েছেন আঞ্জুমানে রাবে ইশলাম, দ্বিতীয় মৌমিতা পারভিন অন্তরা এবং তৃতীয় হয়েছেন দ্বীন মোহাম্মাদ দুখু।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করেছে অন্বেষা প্রকাশনী, আরেফ পিএবিডি।

/এফএএন/