ছাদ ধসে পড়লো কুবির বঙ্গবন্ধু হলের

piকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নির্মাণাধীন পাঁচতলা ভবনের ছাদের কিছু অংশ ধসে পড়েছে। রবিবার বেলা সাড়ে ১০টায় হলের ৩০৬ নম্বর রুমের ছাদে এ ধসের ঘটনা ঘটে। তবে এ সময় রুমে থাকা কোনও শিক্ষার্থী আহত হয়নি।  

এ ঘটনার পর হলের প্রভোস্ট দুলাল চন্দ্র নন্দী,বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দীন এবং বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দফতরের প্রকৌশলীরা হলটি পরিদর্শন করেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে,বঙ্গবন্ধু হলের তিনতলা ভবনটি পাঁচতলা পর্যন্ত নির্মাণের কাজ চলছিল। রবিবার সকালে শ্রমিকরা ছাদে কাজ করার সময় হলের ৩০৬ নম্বর রুমের ছাদের উত্তর দিকের কিছু অংশ ধসে পড়ে ঐ রুমের আবাসিক শিক্ষার্থী জয়নাল আবেদীনের টেবিল এবং বিছানার ওপর। এ সময় রুমে থাকা শিক্ষার্থীদের কেউ আহত হননি।   

এদিকে, দুপুরের দিকে একই হলের ৩০৭ নম্বর রুমের ছাদে ফাটল দেখা দিয়েছে। এ সময় শ্রমিকরা ওই হলের উপরে কাজ করছিল।

বিশ্ববিদ্যালয়ের নিবার্হী প্রকৌশলী এস এম শহিদুল হাসান বলেন, ‘এখন যে তিনতলা  ভবনটি আছে, সেটি শিক্ষা অধিদফতর  তৈরি করেছে। এ ভবন তৈরি সম্পর্কে কিছু বলতে পারব না। তবে এখানে নির্মাণ ত্রুটি রয়েছে বলে ধারণা করছি।’

হলের প্রভোস্ট দুলাল চন্দ্র নন্দী বলেন, ‘অল্প দিনের মধ্যেই ভবনের ছাদ ধসে পড়া বিষয়টি সত্যিই দুঃখজনক। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, নির্মাণ ত্রুটির কারণে ছাদ ধসে পড়েছে। খবর পেয়ে আমি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলীদের নিয়ে ঘটনাস্থলে গিয়েছি। তাদের দায়িত্বের সঙ্গে সরেজমিনে উপস্থিত থেকে কাজ করানোর জন্য বলেছি। যদি তিনতলা ভবনের উপর বাকি দুই তলা করা সম্ভব হয়,তাহলে বাকি কাজ করা হবে।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.মো.আলী আশরাফ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দফতরকে বিষয়টি নিয়ে দ্রুত কাজ করার জন্য বলেছি। তারা বিষয়টি দেখবে।’

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালের ২০ এপ্রিল এই হলটি উদ্বোধন করেন।

/এমডিপি/