জাবির ৩৪তম আবর্তনের যুগপূর্তিতে এসি রবিউলকে সম্মাননা

ju photo 21.04.17গুলশানে হলি আর্টিজান রেস্টুরেন্টে জঙ্গি হামলায় নিহত মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার (এসি) রবিউল করিমকে মরনোত্তর সম্মাননা প্রদান করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৩৪তম আবর্তনের সাবেক শিক্ষার্থীরা।

শুক্রবার রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে ৩৪তম আবর্তনের যুগপূর্তি অনুষ্ঠানের সম্মাননা ও সংবর্ধনা পর্বে এ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানের বিশেষ অতিথি খাদ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. কায়কোবাদ হোসেনের কাছ থেকে সম্মাননা স্মারকটি গ্রহণ করেন রবিউলের ছোট ভাই মো. শামসুজ্জামান শামস।

প্রসঙ্গত, এসি রবিউল করিম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ৩০তম আবর্তনের শিক্ষার্থী ছিলেন।

এ সময় আশুলিয়ায় ব্যাংক ডাকাতির ঘটনায় নিহত জাবির সাবেক শিক্ষার্থী শাহাবুদ্দিনকেও সম্মাননা প্রদান করা হয়।

এর আগে শুক্রবার সকালে ‘বন্ধুত্বে অহর্নিশ, যুগ পেরিয়ে চৌত্রিশ’ এই স্লোগান সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের ৩৪তম আবর্তনের পুনর্মিলনী শুরু হয়।

/এমডিপি/