বুধবার নোবিপ্রবিতে প্রদর্শিত হবে ‘ভুবন মাঝি’

17952465_1409545539083747_252941988208299344_nনোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) আগামী ২৬ এপ্রিল (বুধবার) প্রদর্শিত হবে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র ভুবন মাঝি। বিশ্ববিদ্যালয়ের হাজী ইদ্রিস আলী অডিটোরিয়ামে মোট চারটি শিফটে এ চলচ্চিত্র প্রদর্শিত হবে।

ফাকরুল আরেফিন খানের রচনা ও পরিচালনায় এবং সরকারি অনুদানে নির্মিত এ  চলচ্চিত্রটির প্রদর্শনীর প্রবেশ মূল্য ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে শিক্ষার্থী সত্যজিৎ শুভ বাংলা টিবিউনকে জানান, এই প্রথম নোবিপ্রবি ক্যাম্পাসে কোনও চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন করা হয়েছে। আর কোনও সংগঠনের ব্যানারে নয়, সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যলয়ের নবম ব্যাচের শিক্ষার্থী আলাউদ্দিন পিয়াল বলেন,‘মুক্তিযুদ্ধ বাঙালী জাতির অস্তিত্বের সঙ্গে মিশে আছে। যেহেতু ভুবন মাঝি মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র আশা করছি এই চলচ্চিত্র থেকে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধ বিষয়ক অনেক কিছুই জানতে পারবে।’

/এমডিপি/