জবির ভূমি আইন ও ব্যবস্থাপনা বিভাগের উদ্বোধন ও নবীন বরণ

Land Law-9জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভূমি আইন ও ব্যবস্থাপনা বিভাগের উদ্বোধন এবং একই বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ভূমি আইন ও ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। এ সময় তিনি বলেন, ‘আইন সংশ্লিষ্ট বিষয়সমূহের মধ্যে ভূমি আইন হচ্ছে আইনের মূল স্তম্ভ। কিন্তু ভূমি আইনের জটিল বিষয় অনেক আইনজীবীই জ্ঞাত নয়।’ তিনি আরও বলেন, ‘আমাদের দেশের বেশির ভাগ ভূমি আইন ব্রিটিশ শাসনামলে করা যার মধ্যে অনেকগুলো ক্রটিপূর্ণ।’

প্রধান বিচারপতি আরও বলেন, ‘ভূমি আইন সংস্কার করা জরুরি হয়ে পড়েছে। কারণ প্রকৃত আইনের শাসন থেকে বঞ্চিত হচ্ছে শ্রমিক ও কৃষকরা। তাই মাটি ও মানুষের পক্ষে আইন জানতে হলে ভূমি আইন জরুরি।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জবির উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বক্তব্য রাখেন। ভূমি আইন ও ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান  খ্রীস্টিন রিচার্ডসনের  সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন ট্রেজারার অধ্যাপক মো. সেলিম ভূঁইয়া এবং আইন অনুষদের ডিন অধ্যাপক ড. সরকার আলী আককাস। এ সময় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

/এমডিপি/