ইউল্যাবে সামার ওরিয়েন্টেশন ফেস্ট ২০১৭ অনুষ্ঠিত

DSC_8660বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর প্রধান ক্যাম্পাসে শনিবার (২০ মে)  ‘সামার ওরিয়েন্টেশন ২০১৭’ অনুষ্ঠিত হয়েছে। নবীন শিক্ষার্থীদের বরন করে নেয়ার জন্য ইউল্যাবের এই আয়োজন। ইউল্যাবের মিশন, ভিশন, একাডেমিক নিয়ম, ক্যারিয়ার সার্ভিস, গ্রন্থাগার, আইটি,  ক্লাব অ্যাক্টিভিটি ও অন্যান্য সুযোগ-সুবিধা নিয়ে ভিডিও চিত্র দেখানো হয় নতুন শিক্ষার্থীদের।

অনুষ্ঠানের শুরুতেই ইউল্যাব নিয়ে প্রেজেন্টেশন দেন ইউল্যাব স্কুল অব বিজনেস এর ডিন প্রফেসর ইমরান রহমান। অনুষ্ঠানে আরও  বক্তব্য প্রদান করেন ইউল্যাবের উপাচার্য অধ্যাপক এইচ এম জহিরুল হক। বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক ও কর্মকর্তারা এ অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন।

স্টুডেন্ট অ্যাফেয়ার্স অফিস ও কমিউনিকেশনস অফিসের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানে  ইউল্যাব সংস্কৃতি সংসদের সদস্যদের গান ও থিয়েটার ইউল্যাবের পরিবেশনায় নতুন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় টক শো ‘প্রাউড টু বি ইউল্যাবিয়ান’। টক শো সঞ্চালনায় ছিলেন ইউল্যাব কমিউনিকেশনসের উপব্যবস্থাপক আরিফুল হক।

/এফএএন/