শাবির তিন শিক্ষার্থীর বিরুদ্ধে ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি)শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) নৃবিজ্ঞান বিভাগের তিন শিক্ষার্থীর বিরুদ্ধে একই বিভাগের এক ছাত্রীকে র‌্যাগিং ও উত্ত্যক্ত করার অভিযোগ পাওয়া গেছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো.জহির উদ্দিন আহমেদ বরারব লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী প্রথম বর্ষের ওই ছাত্রী।

অভিযুক্তরা হলেন, নৃবিজ্ঞান বিভাগের ২য় বর্ষের ২য় সেমিস্টারের রিয়াদ, আদনান আহমেদ ও মোহাম্মদ হাফিজ।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, ১১ জুলাই পড়ালেখার সহযোগিতার কথা বলে অভিযুক্ত তিন শিক্ষার্থী ওই ছাত্রীকে শহীদ মিনারের নিচে ডেকে নিয়ে যায়। সেখানে তার ওপর মানসিকভাবে চাপ সৃষ্টি করা হয়। পরবর্তীতে মোবাইল ফোনে বিভিন্ন আলাপ করে তাকে মানসিকভাবে নির্যাতন করা হয়। এখন ওই শিক্ষার্থীকে অনবরত উত্ত্যক্ত ও ভয় ভীতি দেখিয়ে যাওয়া হচ্ছে বলেও অভিযোগপত্রে উল্লেখ করা হয়।   

এছাড়া সোমবার (১৭ জুলাই) ওই ছাত্রীর ব্যাচের সবার সঙ্গে আলোচনার নামে তাকে উদ্দেশ্য করে হেয় প্রতিপন্ন করা হয়। এক পর্যায়ে মানসিকভাবে অসুস্থ হয়ে অজ্ঞান হারিয়ে ফেললে বন্ধুরা তাকে রাগিব রাবেয়া হাসপাতালে নিয়ে ভর্তি করান। এ ঘটনায় নির্যাতনের শিকার ওই ছাত্রী অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত বিচার ও শাস্তি দাবি করেন। 

এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে অভিযুক্ত শিক্ষার্থী রিয়াদ ও হাফিজ অভিযোগগুলো অস্বীকার করেন এবং আদনানের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

নৃবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক এ কে এম মাজহারুল ইসলাম বলেন,‘এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি এবং এ ঘটনায় দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’

কমিটিকে দ্রুত কাজ করার জন্য বলা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

এ ব্যাপারে প্রক্টর মো. জহির উদ্দিন আহমেদ বলেন, ‘ভুক্তভোগী শিক্ষার্থী তার ওপর অন্যায় আচরণের প্রতিকার চেয়েছে। আমি বিষয়টির খোঁজ খবর নিচ্ছি।’

/এমডিপি/