প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের বস্ত্র প্রকৌশল বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত

প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের বস্ত্র প্রকৌশল বিভাগে নবীন বরণপ্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের বস্ত্র প্রকৌশল (টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং) বিভাগের সামার সেমিস্টারের নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী বক্তব্য রাখেন। এ সময় তিনি নবাগত শিক্ষার্থীদের বস্ত্র প্রকৌশল বিভাগে ভর্তি হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

বিশ্ববিদ্যালয়ের বস্ত্র প্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক এম এ খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এ কে এম আশরাফুল হক, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবুল কাশেম মোল্লা এবং প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক শেখ হাসানুজ্জামান বক্তব্য রাখেন। এছাড়া অনুষ্ঠানে ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক ড. এ এইচ এম হাবিবুর রহমান, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এবিএম অব্দুল্লাহ, বস্ত্র প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. এম এম মোস্তাফিজুর রহমান, মো. রেজাউল করিম ভুইয়া, ড. মো. হেলাল উদ্দিন, ড. মো. আবু সায়িদ মিয়াসহ বিভাগের সব শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর উপস্থিত ছিলেন।

/এমডিপি/