ইউল্যাব শিক্ষার্থীদের শিল্প কারখানা পরিদর্শন

03 (1)বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর ক্যারিয়ার সার্ভিস অফিসের (সিএসও) উদ্যোগে শিক্ষার্থীদের শিল্প কারখানা পরিদর্শনের আয়োজন করা হয়েছে। পরিদর্শনে ৫৯ জন শিক্ষার্থীর একটি দল গাজিপুরের টঙ্গীতে অবস্থিত মাস্কো গ্রুপের নিট কম্পোজিট ফ্যাক্টরির শান্তা এক্সপ্রেশনসে পরিদর্শনে নিয়ে যাওয়া হয়।

তৈরি পোশাক প্রস্ততি থেকে শুরু করে কিভাবে পুরো প্রক্রিয়ার মধ্যে দিয়ে পোশাক তৈরি করা তা পরিদর্শককালে শিক্ষার্থীদের দেখানো হয়। এর পাশাপাশি ফ্যাক্টরি কমপ্লায়েন্স, অগ্নি নিরাপত্তা এবং সোশ্যাল কমপ্লায়েন্স সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেওয়া হয়। এ সময় প্রতিষ্ঠানের মানবসম্পদ বিভাগের উপ-ব্যবস্থাপক ফকরুল ইসলামের ব্যবস্থাপনায় পুরো ফ্যাক্টরি ঘুরে দেখানো হয় শিক্ষার্থীদের। এরপর তাদের ভাওয়াল জাতীয় উদ্যানে নিয়ে যাওয়া হয়।

এ সময় শিক্ষার্থীদের সঙ্গে ইউল্যাবের শিক্ষক এবং অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। 

/এমডিপি/