ড্যাফোডিল ইউনিভার্সিটিতে ‘সামাজিক উদ্যোক্তা’ বিষয়ক সেমিনার

7F9A5087ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘সামাজিক উদ্যোক্তা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় ইউনিভার্সিটির মিলনায়তন-৭১ এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে ভারতের কেআইআইটি বিশ্ববিদ্যালয়ের (কলিঙ্গ ইন্সটিটিউট অব ইন্ডাসট্রিয়াল টেকনোলজি (KIIT) ও কলিঙ্গ ইন্সটিটিউট অব সোশ্যাল সাইন্সের (KISS) প্রতিষ্ঠাতা প্রফেসর ড. অচ্ছুত সামন্ত উপস্থিত ছিলেন। এ সময় তিনি বলেন, ‘বর্তমান সময় উদ্যোক্তা তৈরির সময়। কিন্তু উদ্যোক্তা হওয়ার পথ সহজ নয়। এ জন্য কঠোর পরিশ্রম করতে হয়, স্বপ্ন থাকতে হয়। আমরা যদি আমাদের তরুণদের দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলত পারি। তাহলেই উদ্যোক্তা হওয়ার পথ সহজ হবে।’

সেমিনারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সবুর খান বলেন,‘সমস্যার অপর নাম সুযোগ। জীবন গড়তে হলে সামনে অনেক সমস্যা আসবে, সেগুলোকে সুযোগে পরিণত করতে হবে।’

সেমিনার শেষে কলিঙ্গ ইন্সটিটিউট অব সোশ্যাল সাইন্স ও ড্যাফোডিল ইন্সটিটিউট অব সোশ্যাল সাইন্সের সঙ্গে বিভিন্ন অসহায়, সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের স্বাস্থ্য, শিক্ষা ও উন্নত জীবন মান নিশ্চিতকল্পে একটি পারস্পরিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

সেমিনারে সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, সাংবাদিক, ব্যবসায়ী এবং ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
/এমডিপি/