নানা আয়োজনে রাবিতে জন্মাষ্টমী পালিত

আলোচনা সভায় বক্তব্য রাখছেন উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহানশোভাযাত্রা, পূজা ও আলোচনা সভাসহ নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জন্মষ্টমী উদযাপন করা হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।

এদিন সকাল ৯টায় শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান বলেন,‘প্রত্যেক ধর্মের মূল বাণীই হচ্ছে শান্তি। আমরা এই শান্তি পাওয়ার চেষ্টা করি ভিন্ন ভিন্ন পথে। নবী, অবতার, রাম, কৃষ্ণ ও স্বামী বিবেকানন্দ সবার কাজই ছিল পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা। আসলে ঈশ্বরকে যে নামেই ডাকি তাতে কী আসে যায়।’

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা ও রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী অভিজিৎ চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন। এতে মূল আলোচক হিসেবে ছিলেন হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের অধ্যাপক মদন মোহন দে। এ সময় তিনি জন্মাষ্টমীর গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন।

কেন্দ্রীয় পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অধ্যাপক বিশ্বনাথ শিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুব্রত কুমার ভৌমিকের সঞ্চালনায় সভায় শুভেচ্ছা বক্তৃতা করেন পরিষদের কোষাধ্যক্ষ ড. কমল কৃষ্ণ বিশ্বাস।

অনুষ্ঠানে ছাত্র-উপদেষ্টা অধ্যাপক মিজানুর রহমান, প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান, ভারতীয় সহকারী হাইকমিশনারের পত্নী পত্রালিখা চট্টোপাধ্যায়, হল প্রাধ্যক্ষ, সভাপতি, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।
/এমডিপি/