বঙ্গবন্ধুর সবচেয়ে বড় গুণ ছিল ‘ভিশন’

ইউল্যাবের ভিসি প্রফেসর এইচ এম জহিরুল হক ও ইউজিসির চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নানবিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান বলেছেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সবচেয়ে বড় গুণ ছিল ভিশন (দূরদৃষ্টি)। তিনি জানতেন আগামী পাঁচ বছর, ১০ বছর কিংবা ২০ বছর পর কী হবে।’ বুধবার (১৬ আগস্ট) বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

প্রফেসর আবদুল মান্নান বলেন,‘লেখাপড়ার পদ্ধতিগত ত্রুটির কারণে বঙ্গবন্ধুর ইতিহাস অনেকে জানেন না। আর  জানেন না বলেই শোক দিবসের দিনে রাজধানী ঢাকার একটি ইংরেজি মাধ্যম স্কুল খোলা ছিল।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশ গার্মেন্ট পণ্য রফতানিতে আজ  বিশ্বের দ্বিতীয় স্থানের অধিকারী। ২০৫০ সালের মধ্যে বাংলাদেশ বিশ্ব অর্থনীতিতে ২৩ তম অবস্থানে আসবে। আর ওই একজন তখন (বঙ্গবন্ধু) নেতৃত্ব দিয়েছিলেন বলে আজকে বাংলাদেশের এই অবস্থান।’

সভার শুরুতেই বক্তব্য রাখেন ইউল্যাবের উপাচার্য প্রফেসর এইচ এম জহিরুল হক। এ সময় তিনি ইতিহাস জানার ওপর গুরুত্বারোপ করে বলেন,‘জাতি গঠনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা জানা দরকার।’

এছাড়া সভায় প্রফেসর এমিরেটাস রফিকুল ইসলাম বলেন,‘বঙ্গবন্ধুকে জানতে হলে তার ওপর লেখা বই পড়তে হবে। ইতিহাস পড়লে জানা যাবে যে এই লোকটি কিভাবে কারাগারে বসে বাংলাদেশকে নিয়ে কী স্বপ্ন দেখতেন।’

সভায় আলোচনার পাশাপাশি বঙ্গবন্ধুর ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। এ সময় ইউল্যাব লাইব্রেরির সহায়তায় বঙ্গবন্ধুর কিছু দুর্লভ ছবির প্রদর্শনীরও ব্যবস্থা করা হয়।

সভায় ইউল্যাবের ট্রেজারার, রেজিস্ট্রার, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষকসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।   

/এমডিপি/টিএন/