বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত

বশেমুপ্রবিগোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপিত হয়েছে। সোমবার দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসসূচী গ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ।

এদিন বেলা ১১টায় কেক কাঁটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করে বিভাগটির শিক্ষক-শিক্ষার্থীরা। এরপর টিশার্ট বিতরণ, র‌্যালি ও আলোচনা সভাসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় ওষধি গাছ রোপণের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

আলোচনা সভায় ফার্মাসি বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ আলী খান বলেন, ‘স্বাস্থ্য সেবায় যারা নিযুক্ত তাদের উৎসাহ দেওয়ার জন্য এবং স্বাস্থ্য সেবাকে শক্তিশালী করে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতেই বিশ্ববিদ্যালয় এ কর্মসসূচির আয়োজন করেছে।’

এছাড়াও সভায় বক্তারা ওষধ শিল্পের গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করেন।