জবিতে প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

জবিজগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ‘এ’ ইউনিটের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের শাস্তি ও পুনরায় পরীক্ষার দাবিতে মানববন্ধন করেছে জবি শাখা ছাত্র ইউনিয়ন। রবিবার দুপুরে জবি শান্ত চত্বরের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে জবি শাখা ছাত্রফ্রন্টের সভাপতি মুজাহিদ অনিক বলেন,‘ভর্তি পরীক্ষায় যদি প্রশ্নপত্র ফাঁস না হয়, তাহলে পাঁচজন ছাত্রকে কেন পুলিশে সোপর্দ করা হলো।’

এসময় তিনি অনতিবিলম্বে পরীক্ষা বাতিল না করা হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি পালন হবে বলেও ঘোষণা দেন।

মানববন্ধনের শেষে জবি ছাত্র ইউনিয়নের সভাপতি রুহুল আমিন বলেন,‘প্রশ্ন ফাঁসের দায় বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনভাবেই এড়াতে পারেনা।’ এসময় তিনি দ্রুত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা বাতিল করে নতুন পরীক্ষার সময় নির্ধারণ করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানান।

মানববন্ধনে ছাত্র ইউনিয়ন ও ছাত্রফ্রন্টের নেতাকর্মীরা এবং সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।