ড্যাফোডিল ইউনিভার্সিটিতে ৬ষ্ঠ বেলটা ন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত

ড্যাঢোডিড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের আয়োজনে এবং ‘আমেরিকান সেন্টার ঢাকা’ এর সহযোগিতায় ৬ষ্ঠ বেলটা ন্যাশনাল কনফারেন্স ২০১৭’ অনুষ্ঠিত হয়েছে। ‘ইংরেজি ভাষা শিক্ষায় প্রযুক্তির ব্যবহার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০ ও ২১ অক্টোবর দুই দিনব্যাপী এ কনফারেন্সে সারাদেশের বিভিন্ন পর্যায়ের তিন শতাধিক ইংরেজি শিক্ষক অংশগ্রহণ করেন।

কনফারেন্সে বিভিন্ন বিষয়ের ওপর ৫০টি প্রবন্ধ উপস্থাপন ও কর্মশালা অনুষ্ঠিত হয়। এছাড়া কনফারেন্সে ৮টি উপস্থাপনা পরিবেশন করেন ড্যাফোডিল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের শিক্ষকরা। কনফারেন্সে ‘ভাষা দক্ষতার উন্নয়নে ইন্টারনেট উৎসের ব্যবহার’ শীর্ষক প্লেনারি প্রেজেন্টেশন উপস্থাপন করেন ড্যাফোডিল ইউনিভার্সিটির মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের উপদেষ্টা অধ্যাপক এ এম এম হামিদুর রহমান।

কনফারেন্সে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে আমেরিকান সেন্টার ঢাকার সংস্কৃতি বিষয়ক কর্মকর্তা কেলি আর রাইয়ান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বেলটার প্রেসিডেন্ট ও সাউথইস্ট ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের শিক্ষক হারুনুর রশিদ খানের সভাপতিত্ব করেন। এতে প্রধান আলোচক হিসেবে নেপালস্থ মার্কিন দূতাবাসের রিজিওনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ অফিসার ড. ডেনিস ইয়াং বক্তব্য উপস্থাপন করেন।