৭ম বছরে ইউল্যাব রেডিও ক্যাম্পবাজ

ইউল্যাবদেশের প্রথম ক্যাম্পাস ভিত্তিক রেডিও ‘রেডিও ক্যাম্পবাজ’ ছয় বছর পেরিয়ে সাত বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের আয়োজন করা  হয়েছে। ইউল্যাব অডিটরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রেডিও স্বাধীনের নির্বাহী পরিচালক মীর রাব্বি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ইউল্যাবের বোর্ড অব ট্রাস্টিজের বিশেষ উপদেষ্টা প্রফেসর ইমরান রহমান, মিডিয়া স্টাডিজ ও জার্নালিজম বিভাগের প্রধান ড. জুড উইলিয়াম হেনিলো ও রেডিও ক্যাম্পবাজের উপদেষ্টা কাশফিয়া আরিফ আহমেদসহ রেডিও’র অন্যান্য সদস্যারা বক্তব্য রাখেন।

এরপর কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানে রেডিও’র সদস্যরা ছাড়াও অন্যান্য শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ২০১১ সাল থেকে বিশ্ববিদ্যালয়ে একঝাঁক তরুণ-তরুণীর অংশগ্রহণে চলছে ইউল্যাব রেডিও ক্যাম্পবাজ। এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান সম্প্রচারিত হয়। এগুলোর মধ্যে রংধনু, আমাদের ইউল্যাব, আইকন, স্পোর্টসবাজ বাংলা ও ইংরেজি সংবাদ উল্লেখযোগ্য। রেডিও ক্যাম্পবাজে একজন শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি ভবিষ্যৎ উন্নতির জন্য কাজ শিখতে পারেন। মূলত কাজ করার চেয়ে কাজ শেখার বিষয়টাই এখানে মুখ্য।