চালকের শাস্তি ও নিরাপদ সড়কের দাবিতে নোবিপ্রবিতে মানববন্ধন

নোবিপ-তুাবতুাবিতনোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থী ফৌজিয়া মোসলেম সিলভি সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার ঘটনায় ঘাতক পিকআপ চালকের শাস্তি ও নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ নভেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক,শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ গ্রহণ করেন।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মুশফিকুর রহমান শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং নিহত ফৌজিয়া মোসলেম সিলভির ছাত্রজীবনের কৃতিত্বের কথা স্মরণ করেন। এসময় নিহত মেধাবী ছাত্রী সিলভির স্মৃতি রক্ষার্থে বিশ্ববিদ্যালয় প্রসাশন যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে বলেও জানান তিনি।

সমাবেশে অন্যান্যদের মধ্যে নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি ড. মোহাম্মদ ইউসুফ মিঞা ও ফার্মেসি বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ড. মোসেলিম হোসেন বক্তব্য রাখেন।

প্রসঙ্গত, ১৯ নভেম্বর নোয়াখালী সদর উপজেলার সোনাপুর নামক স্থানে পিকআপ অটোরিকশা দুর্ঘটনায় নিহত হন নোবিপ্রবি ফার্মেসি চতুর্থ বর্ষের শিক্ষার্থী ফোজিয়া মোসলেম সিলভি।