রাবিতে যৌন নিপীড়ন সেল সক্রিয় করার দাবি

রাবিরাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ সেলের কার্যক্রমে অসন্তোষ প্রকাশ করে তা দ্রুত সক্রিয় করার দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। বুধবার (২২ নভেম্বর) বেলা ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র কলাভবনের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযোগ করেন, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কমিটি থাকার কথা। কিন্তু রাবিতে সেই কমিটি থাকলেও সেটার কার্যক্রম নেই বললেই চলে। আর শিক্ষার্থীরা অভিযোগ করেও ফল পান না।

শিক্ষার্থীরা আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে ছাত্রীরা অনিরাপদ তাই সান্ধ্য আইন চালু আছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রীদের নিরাপত্তার নামে সন্ধ্যা সাড়ে ৬টায় হলে প্রবেশের নিয়ম করার মাধ্যমে প্রমাণ করেছে, তারা নিরাপত্তা দিতে ব্যর্থ। কিন্তু সান্ধ্য আইনের কারণে অনেকে সন্ধ্যায় টিউশনি করাতে পারে না। এসময় বক্তারা রাকসু নির্বাচনেরও দাবি জানান।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ও ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক তমাশ্রী দাসের সঞ্চালনায় অর্থনীতি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ও ছাত্র ফেডারেশনের সভাপতি কিংশুক কিঞ্জল, ভাষা বিভাগের চতুর্থ বিভাগের শিক্ষার্থী ও ছাত্র ইউনিয়নের সভাপতি এস এম শাকিল প্রমুখ বক্তব্য দেন।