রাবিতে আন্তর্জাতিক আইন বিষয়ক সেমিনার

রাবিরাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আন্তর্জাতিক আইন বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বেলা ১১টায় আইন অনুষদের উদ্যোগে একই বিভাগে এ সেমিনারের আয়োজন করা হয়।

‘ডিনস লেকচার সিরিজ অন কন্টেম্পোরারি লিগ্যাল ইস্যুজ’ শীর্ষক আইন বিষয়ক ধারাবাহিক সেমিনারের চতুর্থ পর্বে আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক আইন বিষয়ে বক্তৃতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ‘স্টাডি অব ইন্টারন্যাশনাল ল ইন দ্য টুয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি: বাংলাদেশ পার্সপেক্টিভ’ শীর্ষক বক্তৃতা প্রদান করেন অস্ট্রেলিয়ার ম্যাককোয়েরি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও হায়ার ডিগ্রি রিসার্চের (পিএইচডি অ্যান্ড এমফিল) পরিচালক ড. এম রফিকুল ইসলাম।

অধ্যাপক রফিকুল ইসলাম তার বক্তৃতায় আন্তর্জাতিক আইনের বিভিন্ন তত্ত্ব উল্লেখ করে বর্তমান বৈশ্বিক ও বাংলাদেশের প্রেক্ষাপটে এর চর্চা এবং তার প্রয়োগ ও সীমাবদ্ধতার উদাহরণ তুলে ধরেন। এসময় তিনি উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের প্রশ্নেরও উত্তর দেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান। সভাপতিত্ব করেন আইন অনুষদের ডিন সহযোগী অধ্যাপক আবু নাসের মো. ওয়াহিদ।