ইউল্যাব শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান

ইউল্যাবসবুজ ইউল্যাবের অংশ হিসেবে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) দৈনন্দিন জীবনে প্লাস্টিকের ব্যবহার কমিয়ে আনার লক্ষ্যে সচেতনতামূলক প্রচারণার আয়োজন করেছে। এরই অংশ হিসেবে ধানমণ্ডির লেকে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে ইউল্যাবের শিক্ষার্থীরা।

ইউল্যাব-২২২ইউল্যাবের টেকসই উন্নয়ন কেন্দ্র (সিএসডি) এবং টেকসই উন্নয়ন ক্লাবের যৌথ আয়োজনে এই প্রচারণার আয়োজন করা হয়।

এই পরিচ্ছন্নতা অভিযানে প্লাস্টিক দ্রব্য পরিষ্কারের ওপর প্রাধান্য দেওয়া হয়। এর পাশাপাশি স্থানীয়দের প্লাস্টিকের ব্যবহার কমাতে বিভিন্ন পরামর্শও দেওয়া হয়। এসময় শিক্ষার্থীরা ফেলে দেওয়া প্লাস্টিক দ্রব্য জড়ো করে সিটি করপোরেশনের কর্মীদের কাছে তুলে দেয়।