নজরুল বিশ্ববিদ্যালয়ে চলছে নাট্য উৎসব

swarna play 1বিজয়ের মাস ডিসেম্বরে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগে শুরু হয়েছে ৩য় বার্ষিক নাট্য উৎসব-২০১৭। ১৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের উপার্চায প্রফেসর ড.এএইচ এম মোস্তাফিজুর রহমান এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধনী ঘোষণা করেন।

কবি-২২২উদ্বোধনীর দিন মঞ্চস্থ হয়েছে জাঁ পল র্সাত্রের নাটক ‘চাঁদ ও চকোর’। নাটকটির নির্দেশনা দিয়েছে ভাটির তনয়া নাট্যকলা বিভাগের শিক্ষার্থী শবনম মুস্তারী স্বর্ণা।

শবনম মুস্তারী স্বর্ণা বলেন,‘নাট্যশিক্ষা শুধু মঞ্চে অভিনয় করার শিক্ষাই দেয় না, দর্শকের শুধু দৃষ্টি আর্কষনই করে না, সৃজনশীল ভাবনার বিকাশও ঘটায়। নাট্যশিক্ষা নিজের প্রতি, দশের প্রতি ও দেশের প্রতি সচেতন করে তোলে।’

প্রসঙ্গত, নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের নাট্য প্রযোজনা (ব্যবহারিক) পরীক্ষার আওতায় দেশ ও বিদেশের স্বনামধন্য নাট্যকারের ২৪টি নাটক ৮ দিনব্যাপী (১৪-২২ ডিসেম্বর) নাট্যকলা থিয়েটার হলে মঞ্চস্থ হবে।