ব্র্যাক ইউভার্সিটিতে ‘রিফ্লেকশন অন বাংলাদেশ ইকোনমি’ শীর্ষক আলোচনা সভা

ব্র্যাক-ইউনিভার্সিটিব্র্যাক ইউনিভার্সিটিতে ‘রিফ্লেকশন অন বাংলাদেশ ইকোনমি’ শীর্ষক পাবলিক লেকচার সিরিজের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ক্লাবের সহযোগিতায় অর্থনীতি ও সমাজ বিজ্ঞান বিভাগ এই লেকচার সিরিজের আয়োজন করে।

বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে আয়োজিত এই সভায় যুক্তরাষ্ট্রের মরগান স্টেট ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের প্রফেসর ড. এম জি কিবরিয়া বক্তব্য দেন। এসময় তিনি জলবায়ুর পরিবর্তন এবং বর্ধিত আন্তর্জাতিক বাণিজ্যিক অবস্থা সম্পর্কে আলোচনা করেন।

ড. এম জি কিবরিয়া বলেন, ‘শিল্পখাতে ব্যাপকহারে যন্ত্রের ওপর নির্ভরশীলতা মানব সভ্যতার জন্য খারাপ ফল বয়ে আনবে। মানুষ যেভাবে যন্ত্রনির্ভর হয়ে পড়ছে তাতে ভবিষ্যতে আরও মানুষ বেকার হয়ে যাবে।’

আলোচনা সভায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সাদ সৈয়দ আন্দালিব, উপ উপাচার্য ড. আনসার আহমেদ, অর্থনীতি ও সমাজ বিজ্ঞান বিভাগের প্রফেসর এটিএম নুরুল আমিন লেকচার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।