শাবিতে ‘আন্ডার কন্সট্রাকশন’র প্রদর্শনী শুরু মঙ্গলবার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি)ঢাকা শহরের প্রেক্ষাপটে মধ্যবিত্ত এক নারীর আত্ম-অনুসন্ধানের কাহিনী নিয়ে নির্মিত ‘আন্ডার কন্সট্রাকশন’ চলচ্চিত্রটি  আগামী মঙ্গলবার ও বুধবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) প্রদর্শিত হবে। বিশ্ববিদ্যালয়ের অন্যতম চলচ্চিত্র বিষয়ক সংগঠন ‘চোখ ফিল্ম সোসাইটি’ এ চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে। সংগঠনের সভাপতি তুহিন ত্রিপুরা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভিন্ন স্তরের নারীদের স্বাধীনচেতা মনোভাবের প্রতি সম্মান জানিয়ে ‘চোখ ফিল্ম সোসাইটির এবারের প্রদর্শনী ‘আন্ডার কন্সট্রাকশন’। আগামী মঙ্গলবার ও বুধবার বিশ্ববিদ্যালযের কেন্দ্রীয় মিলনায়তনে এই ছবির প্রদর্শনী অনুষ্ঠিত হবে। দুই দিনই বিকাল সাড়ে ৩টা এবং সন্ধ্যা ৬টায় দুটি করে চারটি প্রদর্শনী থাকবে। চলচ্চিত্রটি দেখতে অর্জুনতলায় সংগঠনের টেন্ট এবং শো’র আগে কেন্দ্রীয় মিলনায়তনের সামনে থেকে টিকিট সংগ্রহ করা যাবে।