যবিপ্রবির তৃতীয় সমাবর্তন ৭ ফেব্রুয়ারি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়আগামী ৭ ফেব্রুয়ারি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) তৃতীয় সমাবর্তন অনুষ্ঠিত হবে। সমাবর্তনে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ। এবার সমাবর্তন বক্তা হিসেবে ১৯৮৮ সালে রসায়ন শাস্ত্রে নোবেল বিজয়ী অধ্যাপক ড. রবার্ট হিউবার উপস্থিত থাকবেন।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ৩য় সমাবর্তন সফলভাবে বাস্তবায়নের জন্য বিশ্ববিদ্যালয় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। ইতোমধ্যে সমাবর্তনের সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য গঠিত ১৯টি কমিটি ও উপ-কমিটি কাজ শুরু করেছে। এছাড়াও চলছে ক্যাম্পাসের সৌন্দর্য বর্ধনের কাজ।

আব্দুর রশিদ আরও জানান, যেসব শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ২য় সমাবর্তন পরবর্তী সময়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন তারা ৩য় সমাবর্তনের রেজিস্ট্রেশন করতে পারবেন। এছাড়া রিটেক বা অন্যান্য জটিলতার কারণে যারা ২য় সমাবর্তন পাননি তারাও ৩য় সমাবর্তনে রেজিস্ট্রেশন করতে পারবেন। এছাড়া সমাবর্তনের নিবন্ধনের শেষ সময় ১৫ জানুয়ারি থেকে বৃদ্ধি করে ২৫ জানুয়ারি করা হয়েছে।

সমাবর্তনে অংশগ্রহণে আগ্রহী গ্র্যাজুয়েটরা সংশ্লিষ্ট বিভাগ থেকে আবেদনপত্র (রেজিস্ট্রেশন ফরম) সংগ্রহ করে অথবা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.just.edu.bd) থেকে ফরম ডাউনলোড করে আবেদন করতে পারবেন। একই সঙ্গে সমাবর্তনে অংশগ্রহণের সব নিয়ম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।