নোবিপ্রবিতে সরস্বতী পূজা উদযাপিত

নোবিপ্রবিপ্রতি বছরের মতো এবারও যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নাবিপ্রবি) সরস্বতী পূজা উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে সোমবার (২২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রতিমা স্থাপন, দেবী অর্চনা, অঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, কুইজ প্রতিযোগিতা, নৃত্যানুষ্ঠান, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এদিন সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বালনের মাধ্যমে ‘বাণী অর্চনা-১৪২৪’ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান। অনুষ্ঠানে বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান ড. দিব্যদ্যুতি সরকার সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি ফ্যাকাল্টি অব স্যোসাল সায়েন্স অ্যান্ড হিউমিনিটিজ অনুষদের ডিন প্রফেসর ড. সৈয়্যদ আতিকুল ইসলাম ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এম গোলাম মোস্তাফা প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়াও অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়র বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।