বাকৃবিতে ১৯৯৬-৯৭ সেশনের পুনর্মিলনী অনুষ্ঠিত

IMG_0033মান্নাদের গাওয়া বিখ্যাত গান ‘কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই’ এইই গানটির যথার্থ মর্মকথা বুঝবেন যারা বিশ্ববিদ্যালয়ের সুন্দর ও স্মৃতিময় দিনগুলো পার করে এখন কর্মক্ষেত্রে অবস্থান করছেন।

ক্যাম্পাসে আমরা সবসময়ই নবীন। দীর্ঘদিন পর আবারও পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগছে। কর্মব্যস্ত জীবনে একটু সময় করে ক্যাম্পাসে এসে সেই পুরনো বন্ধুদের সাথে গল্পগুজব, আড্ডা সত্যিই ভোলার মতো না। কথাগুলো বলছিলেন ১৯৯৬-৯৭ সেশনের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অধ্যয়নরত এক প্রাক্তন শিক্ষার্থী।

এজি ফুডের এই ব্যবস্থাপক কর্মকর্তা বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতিচারণ করে আরও বলেন, বয়স যতই বাড়–ক না কেন, এখানকার ক্লাসরুম, আবাসিক হলগুলোতে গেলে মনে এখনও যেন আমরা নবীনই রয়ে গেছি।

শুক্রবার সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে ২দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান।

পুনর্মিলনী কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আশিক-ই-রাব্বানীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. জসিমউদ্দিন খান, বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী। এরপর এক আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।

দুই দিনব্যাপী অনুষ্ঠানসূচীর মধ্যে শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও শনিবার সকাল ১০ টার দিকে খেলাধুলা ও বিভিন্ন ইভেন্টের আয়োজন করা হয়েছে।